রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আজ

|

আজ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ জন্য ডাকা হয়েছে বিশেষ কমিশন সভা। বুধবার (২৫ জানুয়ারি) সকাল এগারোটায় বৈঠকটি শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকাল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সিইসি। পরে নির্বাচন ভবনে ফিরে সিইসি হাবিবুল আউয়াল বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বর্তমান সংসদ সদস্যরা ভোট দেবেন। কোনো আসন শূন্য থাকলে বা কেউ সংসদে অনুপস্থিত থাকলে ভোটাভুটিতে কোনো বাধা নেই। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। এর আগে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে এ পদ শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply