তুরস্কের সাথে টানাপোড়েনের মধ্যে আবারও সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদানের বিষয়ে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তাদের সমর্থনের কথা জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস। খবর হিন্দুস্তান টাইমসের।
এ সময় সুইডেন, ফিনল্যান্ড ও তুরস্কের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, ফিনল্যান্ড ও সুইডেন জোটে যোগ দিতে প্রস্তুত। আনুষ্ঠানিকতা বা যৌক্তিকতা সবদিক বিবেচনায় তাদের আমরা জোটে দেখতে চাই। আমরা অবশ্যই মনে করি, কার্যকর সমাধানে পৌঁছাতে ফিনল্যান্ড, সুইডেন ও তুরস্কের মধ্যে আলোচনা হওয়া উচিত।
এএআর/
Leave a reply