পণ্যের দাম বৃদ্ধির একক কারণ শুল্ক নয়: এনবিআর চেয়ারম্যান

|

পণ্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে শুল্ককরই শুধু ভূমিকা রাখে না। এক্ষেত্রে সিন্ডিকেটসহ অন্যান্য বিষয়ও রয়েছে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, পণ্যের দাম বৃদ্ধি পেলেই রাজস্ব কমানোর জন্য দাবি তোলা হয়। কিন্তু গবেষণা করে দেখা গেছে, শুধু করের কারণেই দাম বাড়ে না।

দেশের মানুষকে স্বস্তি দিতে এনবিআর অনেক পণ্যে শুল্ক ছাড় দিয়েছে বলে এ সময় উল্লেখ করেন মো. রহমাতুল মুনিম। জানান, তাতে রাজস্ব আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশব্যাপী পালন করা হবে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এবারের প্রতিপাদ্য ভবিষ্যৎ প্রজন্মের লালন, কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply