ফারহানা ন্যান্সি:
একটি স্কুল। একটি মাত্র রুম। এ রুমেই চলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠদান। এছাড়া শিক্ষকদের দাফতরিক কাজ থেকে শুরু করে ওয়াশরুম সবই এই একটি রুমের ভেতর। গত ৫০ বছর ধরে এভাবেই চলছে নারিন্দা মুসলিম সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এলাকায় স্কুলটির পরিচিতি ‘এক ঘরওয়ালা স্কুল’ নামে। শুনলে অজপাড়া গাঁ কিংবা নির্জন কোনো চরের কথা মাথায় আসে। কিন্তু এটির অবস্থান খোদ রাজধানী ঢাকায়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বাইরে থেকে দেখে মনে হয় বিদ্যালয়টি যেনো পুরনো কোনো গোডাউন। এক রুমের ভেতর একপাশে চলছে ক্লাস। ক্লাস হয় আবার দুই শিফটে। প্রথম শিফটে শিশু থেকে দ্বিতীয় শ্রেণি এবং দ্বিতীয় শিফটে হয় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাস। রুমের অন্যপাশে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বসার স্থান। পাশেই টয়লেট।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ৫০ বছর ধরে এভাবেই চলছে এ স্কুল। নানা আশ্বাস-প্রতিশ্রুতিতেও বদলায়নি পরিস্থিতি। ঊর্ধ্বতন কর্মকর্তারা সময়ে সময়ে আসেন। পরিদর্শন করেন, চলে যান। কিন্তু স্কুলের ভঙ্গুর দশার কোনো উন্নতি হয় না।
এদিকে বিদ্যালয়ের এমন জরাজীর্ণ অবস্থার মধ্যেও গণমাধ্যমের সামনে কথা বলার সাহস করেননি শিক্ষক-শিক্ষিকারা। তবে অবকাঠামো নির্মাণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের কাছে প্রবল আকুতি জানিয়েছে বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিশুরা।
এএআর/
Leave a reply