লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ৮ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

|

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ৮ অভিবাসনপ্রত্যাশী। তারা সবাই আফ্রিকার নাগরিক। বুধবার আরও ৯২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে হতাহতের এ তথ্য প্রকাশ করেছে রেড ক্রিসেন্ট। তারা জানায়, ত্রিপোলির ৪০ কিলোমিটার দূরের এলাকা কাস্তেভার্দে এলাকায় ভেসে এসেছে মরদেহগুলো। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

জীবিত উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা জানান, তারা ইতালির উদ্দেশে রওনা হয়েছিলেন। ছোট্ট নৌকায় ছিল দেড় শতাধিক মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুরাও ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়ে নৌযান। এ সময় তাদের বিপদের মধ্যে রেখেই পালিয়ে যান পাচারকারীরা।

করোনা মহামারির পর গেল বছর থেকে ঝুঁকিপূর্ণ রুট- ভূমধ্যসাগর দিয়ে বেড়েছে অভিবাসনপ্রত্যাশীদের ঢল। ২০১৪-১৫ সালে সর্বোচ্চ মানুষ পাড়ি দিয়েছিলেন এই পথ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply