চীনে করোনা পরিস্থিতির উন্নতি

|

দেশটির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমেছে ৯৬ শতাংশ। ছবি : সংগৃহীত

চীনে করোনা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমেছে ৯৬ শতাংশ। বুধবার (২৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে চীনা স্বাস্থ্য সংস্থা (সিডিসি)। খবর সিসিটিভির।

খবরে বলা হয়েছে, চলতি মাসে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ১০ হাজারের মতো। গত ডিসেম্বরেও হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সর্বোচ্চ। প্রায় ২ লাখ ৮৭ হাজারের মতো।

বর্তমানে সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমেছে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও রোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply