ডিজিটাল সিকিউরিটি আইনে আগের মতো হয়রানির সুযোগ নেই: আইনমন্ত্রী

|

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি।

ডিজিটাল সিকিউরিটি আইনে আগের মতো হয়রানির সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি। বলেন, এখন সেলের মাধ্যমে তথ্য যাচাইবাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হয়। কিছু বিষয়ের সংশোধন করার জন্য কমিটিও গঠন করা হয়েছে।

এর আগে, এদিন সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নিবন্ধনবিহীন অনলাইন, আইপিটিভি ও ইউটিউবাররা যদি কোনো গুজব, অপপ্রচার ও ভুল তথ্য ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। ব্যবস্থা নেয়ার আগে অনিবন্ধিত অনলাইনের তালিকা ডিসিদের দেয়া হবে বলেও জানান।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারি-বেসরকারি তথ্যের নিরাপত্তার ডেটা প্রটেকশন অ্যাক্ট আইন করছে সরকার। এই আইনে সামাজিক যোগাযোগমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন তিনি।

এদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, নিষেধাজ্ঞায় থাকা জাহাজ পাঠানো ঠিক হয়নি রাশিয়ার। তবে, এর ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজে কোনো প্রভাব পড়বে না বলবে উল্লেখ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply