বিপিএলের টিকিট যেনো সোনার হরিণ! এই টুর্নামেন্ট নিয়ে নানা সমালোচনা-আলোচনা হলেও বিপিএলের টিকিট পেতে সিলেটে সমর্থকদের হাহাকার। মিলছে না প্রত্যাশিত টিকিট। অভিযোগ আছে টিকিট কালোবাজারির।
যারা টিকিট পেয়েছেন, তাদেরও কিনতে হয়েছে চড়ামূল্যে। অনেকেই বেশি দাম দিয়ে কিনতে চাইলেও পাচ্ছেন না কাঙখিত টিকিট। বিপিএলের সিলেট পর্বের একদিন আগে সমর্থকরা এমন অভিযোগ করেন।।
টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকরা যমুনা নিউজকে অভিযোগ করেন, ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি তারা। অল্প কিছু বিক্রি করেই টিকিট শেষ বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে, ২০০ টাকা দামের টিকিট ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় মিলছে কালোবাজারে। এক সিএনজি ড্রাইভার জানালেন, কালোবাজারে বিক্রির উদ্দেশে তিনি একাই ৩০টি টিকিট ক্রয় করেছেন।
পুরষদের পাশাপাশি লাইনে দাঁড়ানো অনেক মহিলাই জানেন না কোন দলের খেলা, প্রশ্ন করলে কেউ কথা বলতে রাজিও না। কেউ কেউ বলছেন ছেলের জন্য কিনছেন।
স্টেডিয়ামের স্টাফদেরও দেখা যায় টিকেট কাউন্টারের সামনে। লাইন ছাড়াই সরাসরি কাউন্টার রুম থেকে টিকিট নেয়ার চেষ্টা করছেন তারা। এসব বিষয়ে সদুত্তর কোনো জবাব মেলনি।
/আরআইএম/এমএন
Leave a reply