প্রথমবারের মতো ভারতীয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিলো মিসরের সেনাবহর। এর প্রধান অতিথি ছিলেন সেদেশের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ্ আল সিসিকে নিয়ে ৭৪তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। একযোগে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তিন বাহিনীর প্রধান। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যমন্ত্রীরাও।
কুচকাওয়াজে ১৪৪ সদস্যের মিসরীয় বাহিনীর কলাকৌশল নজর কাড়ে সবার। একই সাথে পুলিশের সংরক্ষিত বাহিনী বা সিআরপিএফ এর নারী সদস্যদের ছিল চলতি বছরের মূল আকর্ষণ। তবে বাইকের ওপর ট্রাফিক পুলিশদের ভারসাম্য রক্ষার কসরত সবাইকে তাক লাগিয়েছে।
এসজেড/
Leave a reply