পাবনায় পাখি শিকারে বাধা দেয়ায় যুবককে মারধরের অভিযোগ

|

পাবনা প্রতিনিধি:

পাখি শিকারে বাধা দেয়ায় পাবনার ঈশ্বরদীতে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশও মামলা নিচ্ছে না বলে দাবি ভুক্তভোগীর। আহত মুন্নাহ আহমেদ খোকন পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত মুন্নাহ আহমেদ খোকন নাটোর জেলার লালপুর থানার মাঝপাড়ার গ্রামের মৃত মনির উদ্দিন প্রামাণিকের ছেলে। পেশায় সে পল্লী বিদ্যুতের ফোরম্যান।

অভিযোগ রয়েছে, সম্প্রতি ঈশ্বরদীর আরআরপি গ্রুপের মালিকের ছেলে রফিক ও তার সহযোগীরা মাঝগ্রামে পাখি শিকার করতে যান। এসময় খোকন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হন রফিক ও তার সহযোগীরা। এরই জের ধরে গত ২৩ জানুয়ারি বিকেলে নাটোরের লালপুর যাওয়ার পথে একদল যুবক তাকে তুলে নিয়ে গিয়ে মারপিট করে। খবর পেয়ে পরিবারের লোকজন খোকনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply