সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আবু মুছা সরদার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত মুছা সরদার (৬৫) তালার জেঠুয়া গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে।

জানা গেছে, জেঠুয়া গ্রামের আবু মুছা সরদারের পরিবারের সাথে একই এলাকার মাহাতাফ সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। গত ২১ জানুয়ারী বিকেলে জমির মাপ-জরিপকে কেন্দ্র করে সাইফুলের নেতৃত্বে লুৎফর সরদার, হাফিজ সরদার, মফিজ সরদার, নুর ইসলাম সরদার হামলা করলে আবু মুছা সরদার (৬৫) ও মিলি আক্তার (৪৬) জখমপ্রাপ্ত হয়। মারাত্নক আহত অবস্থায় মুছা সরদারকে তালা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় আহত মিলি বাদী হয়ে সাইফুলসহ ৫ জনকে আসামি করে তালা থানায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম জানান, সেদিন মারামারির কোনো ঘটনা ঘটেনি, তারপরেও মামলা হয়েছে। মামলায় জামিনে রয়েছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, মারামারির ঘটনায় মামলা আছে। বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply