ফিলিস্তিনে জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি তাণ্ডবে নিহত ১০, আহত ২০

|

নিহতদের একজন আল-রাম এলাকার এবং বাকি হতাহতের সবাই শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্পে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনভর হামলায় নিহত হয়েছেন ১০ জন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। খবর আলজাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়েছে, নিহতদের একজন শুধু আল-রাম এলাকার বাসিন্দা এবং বাকি হতাহতের সবাই শরণার্থী ক্যাম্পের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও ৪ জনের অবস্থা সংকটাপন্ন।

এই হামলাকে চলতি বছরের সবচেয়ে জোরালো ও রক্তক্ষয়ী অভিযান হিসেবে আখ্যা দিয়েছে মাহমুদ আব্বাস প্রশাসন। ছবি : সংগৃহীত

মূলত সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন ‘আল-আকসা মারটায়ার্স ব্রিগেডকে দমনই ছিল লক্ষ্য। এটিকে চলতি বছরের সবচেয়ে জোরালো এবং রক্তক্ষয়ী অভিযান হিসেবে আখ্যা দিয়েছে মাহমুদ আব্বাস প্রশাসন। একইসাথে জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের সাথে যে নিরাপত্তা সমন্বয় ছিলো; তার ইতি টানা হলো। ইসরায়েলি অভিযানের জবাব দিতে গাজা উপত্যকা থেকে রকেট ছুঁড়ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply