কৃত্রিম স্যাটেলাইটের চেয়েও পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে একটি গ্রহাণু। BU-২০২৩ নামের এই শিলাখণ্ডটি বাংলাদেশ সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৃথিবীর পাশ দিয়ে চলে যায়। খবর বিবিসির।
মহাকাশ গবেষকরা বলছেন, এর আকৃতি একটি ছোট বাসের সমান। বিজ্ঞানিরা বলছেন, এই গ্রহাণুটির আকার বিপজ্জনক নয়। তবে যেসব ক্ষুদ্র গ্রহাণু বা উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে এসে ধ্বংস হয়ে যায় এটি সে তুলনায় কিছুটা বড়। গ্রহাণুটি পৃথিবীর তিন হাজার ৬০০ কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। অনেক কৃত্রিম উপগ্রহের অবস্থানই এর চেয়ে অনেক দূরে।
পৃথিবীর কক্ষপথের আশেপাশে থাকা বেশি বড় গ্রহাণুগুলো খুঁজে বের করতে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থাগুলো। যাতে সেগুলো পৃথিবীতে আঘাত হানার আগেই সতর্ক হওয়া যায়।
এটিএম/
Leave a reply