২০২২ সালে ৫৩২ শিক্ষার্থীর আত্মহত্যা, আঁচল ফাউন্ডেশনের গবেষণা তথ্য প্রকাশ

|

দেশে প্রতিবছর আশঙ্কাজনকহারে বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা। ২০২২ সালে মোট ৫৩২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে তথ্য প্রকাশ করেছে গবেষণা সংস্থা আচল ফাউন্ডেশন।

‘স্কুল ও কলেজ শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা; সমাধান কোন পথে?’ শীর্ষক সমীক্ষায় দেখা যায়, আত্মহত্যা করা ৪৪৬ জন স্কুল, কলেজ, এবং মাদরাসার শিক্ষার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে ৮৬ জন। আত্মাহুতি দেয়া ৬০ শতাংশ শিক্ষার্থীই নারী।

অঞ্চলভেদে সবচেয়ে বেশি প্রায় ২৪ শতাংশ আত্মহত্যা করেছেন ঢাকা বিভাগের শিক্ষার্থীরা। প্রেমঘটিত কারণ, পরীক্ষায় ফলাফল বিপর্যয়, বেকারত্ব, পারিবারিক কলহ, যৌন হয়রানি এবং মানসিক স্বাস্থ্যের অবনতি আত্মহত্যার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মানসিক স্বাস্থ্য পরামর্শক শিক্ষক নিয়োগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply