নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে: আব্দুর রহমান

|

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

রাজশাহী ব্যুরো:

নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো অসাংবিধানিক দাবি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বলেন, তাদের দাবি এখন জনগণ আমলে নিচ্ছে না এবং পাত্তাও দিচ্ছে না।

শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমান আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আর অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরে তারা মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে জনসভার প্রস্তুতি সম্পন্ন হওয়ার বিষয়ে সাংবাদিকদের জানান।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply