পরিবর্তন আসছে ম্যাসেঞ্জারে

|

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারের চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। কিন্তু ফেসবুকের মেসেঞ্জারে তা ডিফল্ট হিসাবে থাকে না। এই ফিচারটি দীর্ঘদিন ধরেই ফেসবুকের মেসেঞ্জারে রয়েছে। এই ফিচারটি চালু থাকলে মেসেঞ্জারের চ্যাটগুলি এনক্রিপ্টেড হয়। অর্থাৎ দু’জন ইউজার ছাড়া সেই চ্যাট ফেসবুকও পড়তে পারে না। এর ফলে সুরক্ষিত থাকে ফেসবুকের ইউজারদের তথ্য।

তবে এবার ফেসবুকের মেসেঞ্জারে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। এক নজরে দেখে নেয়া যাক সেই পরিবর্তন সম্পর্কে।

ফেসবুকের মেসেঞ্জারের নতুন ফিচারের মধ্যে রয়েছে চ্যাট মিম, কাস্টম চ্যাট ইমোজি, রিঅ্যাকশন, গ্রুপ প্রোফাইল ফটো, লিঙ্ক প্রিভিউ এবং অ্যাকটিভ স্টেটাস। এছাড়াও, যখন নতুন বার্তাগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা চ্যাটে চলে আসবে।

ফেসবুক জানিয়েছে, ডিফল্ট হিসেবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন তৈরি করার পরীক্ষা চলছে। অর্থাৎ, আগামী মাসে কিছু ফেসবুকের ইউজার এই বিজ্ঞপ্তি পেয়ে যেতে পারেন। তাদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশনে আপগ্রেড করা হয়েছে।

ইউজাররা যদি এখনই ফেসবুক মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট করতে চান, তাহলে যার সাথে কথা বলতে চান, সেই চ্যাটে যেতে হবে। তারপর মেনু থেকে সিক্রেট কনভারসেশন নির্বাচন করতে হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply