কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন নওয়াজ শরিফ

|

অসুস্থ হয়ে পড়েছেন কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। মেডিকেল রিপোর্ট বিবেচনা করে তাকে পাঠানো হতে পারে হাসপাতালে।

রোববার নওয়াজের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন রাওয়ালপিন্ডি কার্ডিওলজি ইন্সস্টিটিউটের এক দল চিকিৎসক। দেড় ঘণ্টা সময় নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন তারা। চিকিৎসকদের দাবি, বুকের ব্যথার পাশাপাশি কিডনির কিছু সমস্যা ধরা পড়েছে সাবেক প্রধানমন্ত্রীর।

মেডিকেল বোর্ড বলছে, আশঙ্কাজনক হারে নওয়াজের শরীরে পানির পরিমাণ কমেছে। ব্লাড প্রেসার অনেক বেশি তার। যেকোনো মুর্হূতে স্ট্রোকের ঝুঁকিতে রয়েছেন নওয়াজ।

স্বাস্থ্য সম্পর্কিত এই রিপোর্ট পাঠানো হয়েছে পাঞ্জাবের স্বাস্থ্য মন্ত্রণালয়ে। প্রশাসনের ইতিবাচক সিদ্ধান্ত পেলে সোমবারই সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালা কারাগার থেকে হাসপাতালে পাঠানো হতে পারে।

প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে ১০ বছরের কারাভোগ করছেন নওয়াজ শরিফ। একই মামলায় কারাগারে আছেন তার মেয়ে মরিয়ম ও জামাতা সফদারও।

যমুনা অনলাইন: কেআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply