স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বোনের চাকুরির জন্য পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ দিতে গিয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাসুদ খান নামের এক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালতের বিচারক মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।
এর আগে, শুক্রবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মাসুদের নামে মামলা করেন। মামলায় জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
মাসুদ খান মির্জাগঞ্জ সদর ইউনিয়নের সুন্দ্র কালিকাপুর গ্রামের জয়নাল খানের ছেলে। সে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলেও ওসি জানান।
মামলার বরাত দিয়ে ওসি জানান, বিভিন্ন সময় ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন মাসুদ। বৃহস্পতিবার রাতে গৃহবধূর ঘরের সামনে গিয়ে ইউপি সদস্য মাসুদ বলেন, আপনার মামাতো বোনের চাকরির পুলিশ ক্লিয়ারেন্স কাগজ নিয়ে আসছি। পরে ঘরের দরজা খুললে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এসময় ওই গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে মাসুদকে আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আরও জানান, ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে ইউপি সদস্য মাসুদকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
/এনএএস
Leave a reply