সিনিয়ির করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় খেয়াপারের সময় পটুয়াখালীগামী একটি লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে মনির হোসেন নামে একজন নিহত হয়েছেন। তিনি ট্রলারটির চালক ছিলেন বলে জানা গেছে। নিহত মনির ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লা লঞ্চ ঘাটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লঞ্চটিকে আটক এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই পলাশ কান্তি রায় জানান, শুক্রবার রাত পৌনে ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী এমভি প্রিন্স কালাম-১ নামের একটি লঞ্চ ফতুল্লা লঞ্চ ঘাটে এসে যাত্রী তোলে। এ সময় লঞ্চটি পিছনের দিকে না গিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এতে পল্টুন ভেঙ্গে পাশে থাকা খেয়াপারের একটি ট্রলারের ওপর উঠিয়ে দেয়। এতে চালক ও কয়েকজন যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। পরে যাত্রীরা পাড়ে উঠে পড়লেও ঘটনাস্থলেই মারা যান চালক মনির।
বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সদর উপজেলার পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
এএআর/
Leave a reply