৭ ইসরায়েলি নিহতের ঘটনায় নেতানিয়াহুর দাঁতভাঙা জবাব দেয়ার হুমকি

|

ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

বন্দুকধারীর হামলায় ৭ ইসরায়েলি নিহত ঘটনায় দাঁতভাঙা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, যেভাবেই হোক না কেন এই হামলার প্রতিশোধ নেয়া হবে। এ অবস্থায় আবারও ফিলিস্তিনিদের ওপর বড় ধরনের অভিযান চালাতে পারে ইসরায়েল। খবর রয়টার্সের।

হুমকিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলবাসীকে বলবো আপনারা শান্ত থাকুন। এই হামলায় আমরা ছাড় দেবো এটা ভাবার কোনো সুযোগই নেই। এই হামলার দাতভাঙ্গা জবাব দেবোই। এরইমধ্যে সেনাবাহিনী এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত আটটার দিকে একটি সিনাগগ থেকে প্রার্থনা সেরে বের হতেই এলোপাতাড়ি গুলি শুরু হয় ইহুদিদের লক্ষ্য করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান বেশ কয়েকজন। এসময় পাল্টা জবাব দেয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীও। প্রাণ যায় হামলাকারীর। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে তেলে আবিব। গেল কয়েক বছরে একক হামলায় এত বেশি সংখ্যক ইসরায়েলি নিহত হবার ঘটনা এটাই প্রথম।

এ ব্যাপারে ইসরায়েলের পুলিশ প্রধান কোবি শ্যাবতাই বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। হামলাকারী আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতেছিল। সিনাগগ থেকে সবাই বের হবার সাথে সাথেই হামলা করে সে। স্বয়ংক্রিয় অস্ত্র হওয়ায় গুলিবিদ্ধের সংখ্যা বেশি। এটা যে সন্ত্রাসী হামলা তা স্পষ্ট।

এদিকে, এই হামলার পর উল্লাস করেছে গাজাবাসী। ঘটনার পরপরই হামলার দায় কেউ স্বীকার না করলেও হামাস বলছে জেনিনসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অভিযানের পাল্টা প্রতিক্রিয়ায় এই হামলা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply