ভারতে হঠাৎ আছড়ে পড়লো প্রশিক্ষণরত দুই যুদ্ধবিমান; সংঘর্ষ নাকি অন্যকিছু, চলছে তদন্ত

|

প্রশিক্ষণ চলাকালে হঠাৎ দুর্ঘটনার শিকার হয়েছে ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান। মাটিতে আছড়ে পড়ে ধ্বংস হয়ে গেছে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ মডেলের বিমান দুটি। প্রশিক্ষণ চলমান অবস্থায় মাঝ আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিমানবাহিনীর পক্ষ থেকে। খবর আনন্দবাজার পত্রিকার।

শনিবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে মধ্যপ্রদেশের মোরেনাতে ঘটে এ দুর্ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ালিয়রে বিমানবাহিনীর ঘাঁটিতে ওই দুটি যুদ্ধবিমানের প্রশিক্ষণ চলছিল। এ সময় হঠাৎ বিরাট শব্দে মাটিতে আছড়ে পড়ে বিমান দুটি। সাথে সাথেই তাতে আগুন লেগে যায়।

ওই বিমান দুটিতে মোট তিনজন চালক ছিলেন বলে নিশ্চিত করেছে ভারতের বিমানবাহিনী। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করা গেছে এখন পর্যন্ত। আহত হলেও নিরাপদ আছেন তারা। তবে অপর চালককে উদ্ধারে অভিযান চলছে।

এ ঘটনায় মোট হতাহতের সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। প্রশিক্ষণরত অবস্থায় বিমান দু’টির সংঘর্ষ হয় কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply