Site icon Jamuna Television

১২ দিনে সংসার ভাঙলেও সাবেক স্বামীর কাছ থেকে পাচ্ছেন ১০০ কোটি টাকা!

পামেলা অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

২০২০ সালে বিয়ে। বিয়ের পর সংসার করেছেন মাত্র ১২ দিন। তার পরেই বিচ্ছেদ। তবে বিচ্ছেদ মানেই
যে ভালবাসা ফুঁড়িয়ে যায় না হলিউড প্রযোজক জন পিটার্স তা ভুল প্রমাণ করেছেন। নিজের উইলে প্রাক্তন স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা! সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট

২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সারেন ‘বেওয়াচ’-খ্যাত মডেল-অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। পাত্র, ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’-এর মতো জনপ্রিয় ছবির প্রযোজক জন পিটার্স। তবে সেই বিয়ে ১২ দিনের বেশি টেকেনি। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। পামেলা ও জনের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। সেই আশির দশক থেকে পরিচয় পামেলা ও জনের। ১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন ১৯ বছরের কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে পছন্দ হয়েছিল জনের। তার পর কেটে গেছে প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসাবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। তার পর হঠাৎ বিয়ের প্রস্তাব। জনের কাছে বিয়ের প্রস্তাব এসেছিল পামেলার কাছ থেকেই। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা। জন পিটার্স নিজে জানান, সেই সময় অন্য এক নারীর বাগদত্তা ছিলেন তিনি, তবে পামেলার হাতছানি, উপেক্ষা করতে পারেননি!

বিয়ের পর মাত্র ১২ দিন একসঙ্গে কাটিয়েছিলেন জন ও পামেলা। সেই সময়ের মধ্যেই পামেলা অ্যান্ডারসনের দেড় কোটি টাকার চেয়েও বেশি অঙ্কের ধার শোধ করে দিয়েছেন ‘আ স্টার ইজ বর্ন’ খ্যাত প্রযোজক। পামেলা অবশ্য জনসমক্ষে জনকে আইনি ভাবে বিয়ে করার কথা স্বীকারও করেননি। পরে বলেছিলেন, ‘‘জন আর আমার বন্ধুত্ব সারা জীবনের।’’

সেই বন্ধু পামেলার জন্য নিজের উইলে প্রায় ৮২ কোটি টাকা রেখে যাচ্ছেন জন। পামেলার টাকার দরকার থাকুক বা না থাকুক, এই টাকার অধিকার একমাত্র পামেলারই, জানিয়েছেন জন। আজীবনের বন্ধুত্ব, সঙ্গে নিখাদ ভালবাসা-বিচ্ছেদের পরেও যে প্রাক্তনকে ভালোবাসা যায়, জন পিটার্স আরও এক
বার তার প্রমাণ দিলেন।
এনবি/

Exit mobile version