সাতক্ষীরা প্রতিনিধি:
সুন্দরবনে বঙ্গবন্ধুর চর এলাকায় হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম জানান, লবণ পানি সংগ্রহের জন্য অনুমতি নিয়ে একটি জাহাজ সুন্দরবনের বঙ্গবন্ধুর চর সংলগ্ন এলাকায় অবস্থান করে। একপর্যায়ে ওই জাহাজে থাকা লোকজনের নিকট হরিণের মাংস বিক্রি করার আগ্রহ প্রকাশ করে ৪ শিকারি। এ সময় ওই জাহাজে সাতক্ষীরা রেঞ্জের বন কর্মী স্কট অবস্থান করছিলেন। কৌশলে তিনি মাংস ক্রয় করতে চান।
পরে শিকারিরা বিক্রি করতে আসলে রান্না করা ৭-৮ কেজি এবং কাঁচা ৮-১০ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের খুলনা রেঞ্জের ভ্রমরখালী টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
এএআর/
Leave a reply