পেনাল্টি নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক এফএ বোর্ড

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পেনাল্টি শুটআউটে উদ্ভট আচরণের মাধ্যমে ফরাসি শুটারদের বিভ্রান্ত করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের ভিত্তিতে এবার পেনাল্টির নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। ব্রিটিশ গণমাধ্যম ‘দ্যা সান’ এর দাবি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের আগামী সভায় আসতে যাচ্ছে নতুন সিদ্ধান্ত।

লুসাইল স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ফাইনাল শুটআউটে ফুটবল ভক্তদের মনে দীর্ঘদিন গেঁথে থাকার মতই এক দৃশ্যপট তৈরি হয়েছিল। যেখানে ফরাসি শুটারদের বোকা বানিয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ে বড় অবদান রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

ছবি: সংগৃহীত

তবে ফাইনালের এক মাস পেরোতে না পেরোতেই মার্টিনেজের সেই কীর্তিকে দেখা হচ্ছে কুকীর্তি হিসেবে। বলা হচ্ছে বিশ্বকাপ ফাইনালের পেনাল্টিতে ছলে বলে কৌশলে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জিতিয়েছেন এমিলিয়ানো। শুধু তাই নয়, ভবিষ্যতে যাতে আর কেউ আর্জেন্টাইন এই গোলকিপারের পদাঙ্ক অনুসরণ করতে না পারে তার জন্য আগে ভাগেই পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড।

ফাইনালের টাইব্রেকারে আগ্রাসী মূর্তি ধারণ করেছিলেন মার্টিনেজ। কিংসলে কোমানের ফোকাস নাড়িয়ে দিতে রেফারির সঙ্গে বলের পজিশনিং নিয়ে বার বার কথা বলে কোমানকে অপেক্ষা করানো কিংবা মানসিক খেলার ফাঁদে ফেলতে শুয়ামেনির শটের আগে বল তুলে দূরে ছুঁড়ে ফেলা। এসব কৌশলকেই ধরা হচ্ছে পেনাল্টি মিসের কারণ। এসব উদ্ভট আচরণেই নাকি পেনাল্টিতে ৪-২ গোলে এগিয়ে থেকে বিশকাপ জেতে আর্জেন্টিনা।

ছবি: সংগৃহীত

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্যা সান’ এর মতে এবার পেনাল্টি নিয়মে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক এফএ বোর্ড। আগামী মার্চেই লন্ডনে বসতে যাচ্ছে বোর্ড মিটিং। সেখানেই লিখিতভাবে ফিফার নিয়মে বদল আনা হতে পারে। কোনোভাবেই স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে গোলকিপার পেনাল্টি টেকারকে যাতে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়ে বিশদ আলোচনার মাধ্যমেই নেয়া হবে সিদ্ধান্ত।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply