জেরুজালেমে ফের বন্দুকধারীর হামলা, গুরুতর আহত ২ ইসরায়েলি

|

পরপর বন্দুকধারীদের দুইটি হামলার পর নিরাপত্তা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জেরুজালেমে আবারও বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে দুই ইসরায়েলি। খবর বিবিসির।

শনিবার (২৮ জানুয়ারি) জেরুজালেমের ওল্ড সিটির পাশে ঘটে এ হামলার ঘটনা। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। ইসরায়েলি পুলিশের দাবি, এটি সন্ত্রাসী হামলা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী ফিলিস্তিনের নাগরিক। এর আগে, গতকাল শুক্রবার পূর্ব জেরুজালেমের একটি উপসনালয়ের কাছে বন্দুকধারীর গুলিতে প্রাণ যায় সাত ইসরায়েলি নাগরিকের। এ সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীর।

গত বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে নয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় অঞ্চলটিতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply