আকাশে ভারতীয় বিমান বাহিনীর দুইটি যুদ্ধ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
শনিবার (২৮ জানুয়ারি) দিল্লি থেকে ৩০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষের আগে বিমান দুইটি এদিন সকালে গোয়ারিয়র বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ফাইটার জেট দুইটির মধ্যে একটি ‘সুখোই সু-৩০’, অপরটি ‘মিরাজ ২০০০’। প্রশিক্ষণ অনুশীলন চলাকালে বিধ্বস্তের এ ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
/এমএন
Leave a reply