সাবেক এমপির বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যানের জিডি

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ শাহ জিকরুল আহমেদ খোকনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার।

রোববার রাতে নবীনগর থানায় ভাইস চেয়ারম্যান বাদি হয়ে সাধারণ ডায়েরিটি করেন। জিডি নম্বর- ১০২০।
মোশারফ হোসেন সরকার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, নবীনগরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদের স্থায়ী কমিটি সদস্য অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ খোকন তার ব্যবহৃত মোবাইল থেকে নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মোশারফ হোসেনের মোবাইলে রোববার (২২ জুলাই) সকাল ১১.২০ মিনিটে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। এসময় তাকে সামনে পেলে টান দিয়ে ছিড়ে ফেলে দেবে বলে হুমকি দেন।

এমতাবস্থায়, চরম নিরাপত্তহীনতায় ভুগছেন উল্লেখ করে জিকরুল কিংবা তার লোকজনের দ্বারা যেকোনো সময় তার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা জানিয়েছেন মোশারফ। পাশাপাশি একটি অডিও রেকর্ডও জমা দিয়েছেন তিনি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার বলেন, মোশারফ হোসেনের আবেদনের প্রেক্ষিতে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

যমুনা অনলাইন: এসআই/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply