ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডাররা রাজি নয় বলে মন্তব্য করেছেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল বাকেরি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদিও ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে সামরিক হামলার হুমকি দেয়নি কিন্তু নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত দেড় বছরে মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে হামলা চালাতে দেশটির সেনাবাহিনীকে রাজি করানোর জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডাররা ইরানে হামলা চালাতে রাজি হননি।
সম্প্রতি মার্কিন অব্যাহত হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মি. ট্রাম্প আমরা একটি গৌরবময় জাতি এবং সিংহের লেজ নিয়ে খেলবেন না। পরে এর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে।
যমুনা অনলাইন: কেআর/এটি
Leave a reply