উত্তর কোরীয়দের ব্যবসা গুটিয়ে নিতে বললো চীন

|

জাতিসংঘের পর এবার পিয়ংইয়ংয়ের ওপর নেমে আসলো চীনের নিষেধাজ্ঞা। উত্তর কোরিয়ার সব কোম্পানিকে চীন থেকে ব্যবসা গুটিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে বেইজিং। খবর এএফপি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সময় চীনের বাণিজ্যমন্ত্রী বলেছিলো, ১২০ দিনের মধ্যে উত্তর কোরিয়ার কোম্পানিগুলোর চীনা ভূখণ্ড থেকে ব্যবসা গুটিয়ে নিতে হবে।

পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জেরে এর আগে উত্তর কোরিয়ার বস্ত্র রপ্তানি ও তেলজাত পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এটা ছিলো ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর নবম নিষেধাজ্ঞা।

গত সপ্তাহে চীনের কেন্দ্রীয় ব্যাংক সকল গ্রাহককে উত্তর কোরিয়ানদের সাথে জাতিসংঘের নিষেধাজ্ঞা কঠোরভাবে মানার নির্দেশনা দেয়। এমনকি উত্তর কোরিয়ার নাগরিকদের ব্যাংকিং সেবা ও পিয়ংইয়ংয়ে কোন ধরনের মুদ্রা ট্রান্সফার করা যাবে না।

এতোদিন ধরে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল, একমাত্র মিত্র হিসেবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। সেই চীনই এবার কঠোর পদক্ষেপে যাচ্ছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply