দেশে নিপাহ ভাইরাসে আক্রান্তে মৃত্যুর হার ৭০ শতাংশ: স্বাস্থ্যমন্ত্রী

|

দেশের বেশকিছু স্থানে নিপাহ ভাইরাসের রোগী পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানালেন, এখন পর্যন্ত ৮ জন রোগীর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৫ জন মারা গেছে। মৃত্যুর হার অনেক বেশি, ৭০ ভাগ।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানান তিনি। কাঁচা খেজুরের রস থেকে ভাইরাসটি দ্রুত ছড়ায় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী তা না খাওয়ার পরামর্শ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই সতর্ক থাকতে হবে। খেজুরের রস খাওয়া যাবে না। নিপাহ ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেজন্য রোগীদের হাসপাতালে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

জাহিদ মালেক জানান, সরকারি-বেসরকারি হাসপাতালের সেবার মান বাড়াতে চান। সরকারি হাসাপাতালের পাশাপাশি দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৩ হাজার ৭২৬। মান অনুযায়ী হাসপাতালের শ্রেণি ঠিক করা হবে। একইসঙ্গে চিকিৎসা সেবার চার্জ, টেস্টিং ব্যয় হাসপাতালের শ্রেণি অনুযায়ী নির্ধারণ করা হবে। এজন্য কমিটি করা হয়েছে। এক মাস পর তারা প্রতিবেদন দেবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply