আগামী ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে রুশ জ্বালানি কিনতে ইইউ’র বেঁধে দেয়া মূল্য। রোববার (২৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে ইউরোপীয় জোট। জানানো হয়, নির্ধারিত তারিখের আগে কেনা এবং লোড করা জাহাজের ক্ষেত্রে কিছুটা শিথিল হবে এ নিয়ম। সেক্ষেত্রে অতিরিক্ত সময় দেয়া হবে বলেও জানানো হয়েছে। খবর ব্লুমবার্গের।
মূলত জ্বালানি রফতানি থেকে রাশিয়ার রাজস্ব আয় কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ। ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে উত্তেজনার মাঝেই এলো মূল্য নির্ধারণের এ সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা। অবশ্য এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো।
এদিকে শুক্রবারই রাশিয়ার ডিজেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে পশ্চিমা জোট জি সেভেন এবং ইইউ। ব্যারেল প্রতি ডিজেলের দাম হবে ১০০ থেকে ১১০ ডলার, এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে তারা।
এসজেড/
Leave a reply