ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৯ জানুয়ারি) মধ্যরাতে এ ভূমিকপে তিনজন নিহতসহ আহত হয়েছেন আট শতাধিক মানুষ। খবর এএফপির।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ভূমিকম্পে ভেঙে পড়ে বহু ভবন। এরপর আতঙ্কিত মানুষ ছোটাছুটি করে আশ্রয়ের জন্য। তীব্র ঠান্ডায় এসময় তাদের গায়ে কম্বল জড়িয়ে আগুনের উত্তাপ নিতে দেখা যায়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ইতোমধ্যেই শেষ হয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান। মনে করা হচ্ছে, আর কোনো মৃত কিংবা আহত ব্যক্তি কোথাও আটকা নেই।
এটিএম/
Leave a reply