মালয়েশিয়ায় সরকারের সমালোচকদের গ্রেফতারে প্রণীত বিশেষ নিরাপত্তা আইন বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সোমবার এক ভাষণে তিনি বলেন, বিরোধী মত দমনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনটি প্রণয়ন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ইচ্ছেমত এটির অপব্যবহার করার অভিযোগ ছিল তার সরকারের বিরুদ্ধে।
স্বচ্ছ বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের পথে এ ধরনের আইন বাধা বলেও উল্লেখ করেন মাহাথির। ২০১২ সালে বিতর্কিত আইনটি পাস করে নাজিব সরকার। যাতে সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়া বিরোধীদের গ্রেফতার, সন্দেহভাজন হিসেবে ২৮ দিন পর্যন্ত আটকে রাখা এবং দীর্ঘ কারাদণ্ডের বিধান ছিল। আইনটি বাতিলের ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
Leave a reply