গোটা ৯০ দশককে একাই মাতিয়ে রেখেছিলেন। মাত্র ১৪ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অলকা ইয়াগনিক। এরপর ক্যারিয়ারে রেকর্ড করেছেন দুই হাজারেও বেশি গান। এখন আর তেমন বেশি গান না গাইলেও সম্প্রতি এই তারকা জনপ্রিয় ব্যান্ড ‘বিটিএস’ ও মার্কিন পপ তারকা টেলর সুইফ্টকেও ছাড়িয়ে গেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সকলকে ছাড়িয়ে ইউটিউবে অলকার গানের চাহিদা সব চেয়ে বেশি। গিনেস রেকর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ইউটিউবে কণ্ঠশিল্পীর গান বেজেছে প্রায় ১ হাজার ৫৩০ কোটি বার! ফলে ২০২২ সালের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অন ইউটিউব’ খেতাব পেয়েছেন তিনি। তবে এই প্রথম নয়। গত তিন বছর ধরেই এই শিরোপা জিতে আসছেন বছর ৫৬ বছর বয়সী গায়িকা। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে তার গান বেজেছে ১ হাজার ৬৬০ কোটি বার। ২০২১ সালে সেটা দাঁড়ায় ১ হাজার ৭০০ কোটিতে।
অন্যদিকে, ২০২২ সালে বিশ্বব্যাপী বিটিএস’এর গান বেজেছে প্রায় ৭৯৫ কোটি বার। যা অলকার তুলনায় প্রায় অর্ধেক। তবে ২০২২ সালে ইউটিউবের সেরা পাঁচের তালিকায় অলকা ছাড়াও রয়েছেন আরও তিন ভারতীয় শিল্পী। তারা হলেন উদিত নারায়ণ, অরিজিৎ সিংহ এবং কুমার শানু।
এটিএম/
Leave a reply