তীব্র ঠান্ডায় বিপর্যস্ত আফগানিস্তান। গত এক সপ্তাহেই ৮৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে চলতি শীত মৌসুমে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৬৬ জনে। খবর ডনের।
গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখছে আফগানিস্তান। তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। এক মাসের মধ্যে ৭০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে ঠান্ডায়। টানা এক মাসের বেশি সময় ধরে চলা বৈরি আবহাওয়ায় চরম দুর্ভোগে জনজীবন।
ঠান্ডার তীব্রতায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সংযোগও। এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ভারী তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রমও। এতে তীব্র খাদ্য সংকটও দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাস বলছে, আরো কিছুদিন চলবে এ শৈত্য প্রবাহ। আন্তর্জাতিক সহায়তা কমায় আফগানিস্তানের সাধারণ মানুষ এখন দুর্বিষহ জীবনযাপন করছে।
এসজেড/
Leave a reply