পাকিস্তানের উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন ইমরান খান

|

পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে একাই ৩৩টি আসনে লড়বেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আগামী ১৬ মার্চ এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে এক নতুন নজির গড়তে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, দেশটির ইতিহাসে এই প্রথম এতোগুলো আসনে লড়ছেন কোনো ব্যক্তি। রোববার লাহোরে পিটিআইয়ের নির্বাহী কমিটির বৈঠকের পর এ তথ্য জানান দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি।

এর আগে গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ৮টি আসন থেকে নির্বাচন করেছিলেন পিটিআই চেয়ারম্যান। এর মধ্যে ৬টিতেই জয় পেয়েছিলেন ইমরান খান।

উল্লেখ্য, ২০২২ সালে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পর গণহারে জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করেন পিটিআইয়ের আইনপ্রণেতারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply