বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। ফেডারেশন কাপের ম্যাচ খেলতে গোপালগঞ্জ যাওয়ার পথে বিকট শব্দে ফুটবলারদের বহনকারী বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়। এতে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ফুটবলার আহত হননি। সকলেই অক্ষত রয়েছেন।
বাসে শুধু ফুটবলাররাই ছিলেন। কোচিং স্টাফরা যাচ্ছিলেন অন্য একটি মাইক্রোবাসে। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে জানান, পদ্মা সেতু অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই ফুটবলাররা গন্তব্যে পৌঁছে। এরপর ফুটবলাররা অনুশীলনও করেছে ভালোভাবে।
মঙ্গলবার (৩১শে জানুয়ারি) ফেডারেশন কাপে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
/আরআইএম
Leave a reply