শেষ হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের কর্মসূচি ‘ইউনিট ইন্ডিয়া মার্চ’। সোমবার (৩০ জানুয়ারি) জম্মু-কাশ্মিরে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় ৫ মাসব্যাপী ‘ভারত পদযাত্রার’। খবর আল জাজিরার।
তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে শ্রীনগরে রাহুল গান্ধির নেতৃত্বে র্যালিতে যোগ দেয় আরও বেশ কয়েকটি বিরোধী দল। কাশ্মিরের কয়েকটি আঞ্চলিক সংগঠনের উপস্থিতিও ছিল সেখানে। নিরাপত্তার কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। নিয়ন্ত্রণ করা হয় জনসাধারণের চলাচল। ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় কাশ্মিরের ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় রাহুলকে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন তিনি।
গত ৭ সেপ্টেম্বর সর্বদক্ষিণে কন্যাকুমারি থেকে শুরু হয়েছিল রাহুলের পদযাত্রা কর্মসূচি। ১২টি প্রদেশ অতিক্রম করে কংগ্রেস নেতার বহর। পাড়ি দেয় সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি পথ। কৃষকদের উচ্চ ঋণ, বেকারত্ব, স্বাস্থ্য সংকটসহ নানা চলমান নানা ইস্যু গুরুত্ব পায় এই কর্মসূচিতে। শত শত পুলিশ ও প্যারামিলিটারি বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছিল সমাবেশ স্থল। কেবল কংগ্রেসের ইস্যু করা পাস ধারীরাই ভেন্যুতে প্রবেশের সুযোগ পায়।
এসজেড/
Leave a reply