কোরআন পোড়ানোর প্রতিবাদে ইন্দোনেশিয়ায় পুড়েছে সুইডেনের পতাকা

|

ছবি: সংগৃহীত

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির রাজধানী জাকার্তায় এই বিক্ষোভে পোড়ানো হয় সুইডেনের পতাকা। খবর বিবিসির।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানী জাকার্তায় সুইডিস দূতাবাসের সামনে জড়ো হয় হাজারো বিক্ষোভকারী। স্লোগানে স্লোগানে পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার প্রতিবাদ জানান তারা। সুইডেনের সকল পণ্য বয়কটের দাবি জানানো হয় সরকারের প্রতি। সেই সাথে, দ্রুত শাস্তির দাবি জানানো হয় ঘটনার সাথে জড়িতদের।

ছবি: সংগৃহীত

গেল সপ্তাহে সুইডেনের তুর্কি দূতাবাসের সামনে কোরআন পোড়ায় রাসমুস পলুডান নামের এক ডেনিশ কট্টর ডানপন্থী নেতা। এই নিয়ে উত্তেজনা চলছে তুরস্ক-সুইডেন সম্পর্কে। কারণ, ন্যাটোতে যোগদানের জন্য সুইডেনের তুরস্কের অনুমোদন প্রয়োজন; যা এখন হুমকির মুখে। তুরস্কের প্রেসিডেন্ট এরমধ্যেই ঘোষণা দিয়েছেন, তার সরকার ফিনল্যান্ডের বিড অনুমোদন করতে পারে। কিন্তু সুইডেনের নয়।

আরও পড়ুন: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply