বইমেলা ঘিরে সুনির্দিষ্টভাবে কারোর ওপর হুমকি নেই: ডিএমপি কমিশনার

|

বইমেলা ঘিরে সুনির্দিষ্টভাবে কারও ওপর কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কোনো লেখক প্রকাশ নিরাপত্তা ঝুঁকি বোধ করলে তার ওপর বিশেষ নজর রাখা হবে। বইমেলায় দর্শনার্থীদের প্রবেশের যথাযথ ব্যবস্থা করা হয়েছে। বাংলা অ্যাকাডেমিতে ২টি আর্চওয়ে, সোহরাওয়ার্দীতে ৩টি আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, বন্ধ ও বিশেষ দিনে আইইবির গেট খুলে দেয়া হবে। বইমেলাকে ঘিরে শাহবাগ থেকে পলাশী পর্যন্ত আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দর্শনার্থী ক্রেতাদের সুশৃঙ্খলভাবে প্রবেশের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply