নড়াইলে জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

|

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) গভীর রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে জামায়াতের সংগঠনের বই ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বিজয়পুর গ্রামের হাসমত ফকির, মো. আব্দুল হান্নান, মো. ওমর ফারুক মোল্যা ও মো. আরমান শেখ। ভওয়াখালী গ্রামের হিমু মল্লিক, আলাদাপুরের মো. ফরহাদ হোসেন ও মো. মশিউর রহমান, উজিরপুর গ্রামের মো. আব্দুল মান্নান এবং বিজয়পুর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. রহমান উল্লাহ।

গত বছরের ২৪ ডিসেম্বর সরকারি স্থাপনায় নাশকতার উদ্দেশে শহরের মুচিরপোল এলাকায় জড়ো হয় কিছু নেতাকর্মী এবং তার উস্কানিমূলক শ্লোগান দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনার দিন সদর থানায় ১শ’ ২০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ওই মামলার আসামি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply