চেলসি থেকে আর্সেনালে জর্জিনহো!

|

ছবি: সংগৃহীত

ব্রাইটন মিডফিল্ডার মোজেস ক্যায়কেডোকে নিয়ে আসতে ব্যর্থ হয়ে নর্থ লন্ডনের ক্লাব আর্সেনাল হাত বাড়িয়েছে চেলসি মিডফিল্ডার জর্জিনহোর দিকে। দলবদলের শেষদিনে এই ইতালিয়ানকে ১২ মিলিয়ন পাউন্ডে এমিরেটসে নিয়ে আসতে যাচ্ছে আর্সেনাল, এবং এতে দুই ক্লাবই সম্মত হয়েছে বলে জানিয়েছে গোল ডটকম।

দলবদলের বাজারে বেশ কয়েকটি লক্ষ্য নিয়েই এগিয়েছে গানাররা। ব্রাইটনের ইকুয়েডরিয়ান মিডফিল্ডার মোজেস ক্যায়কেডোর জন্য ৬৫ এবং ৭০ মিলিয়ন ইউরোর দুইটি প্রস্তাবও দিয়েছিল আর্সেনাল। তবে ব্রাইটন জানিয়ে দিয়েছে, ২১ বছর বয়সী ক্যায়কেডোকে বিক্রির কোনো পরিকল্পনা তাদের নেই। আর এ কারণেই, মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে নগর প্রতিদ্বন্দ্বী চেলসির অভিজ্ঞ মিডফিল্ডার জর্জিনহোকে কেনার চেষ্টা করে আর্সেনাল।

এদিকে, ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো টুইট করে জানিয়েছেন, জর্জিনহোকে কেনার ব্যাপারে চুক্তি সম্পন্ন করেছে দুই ক্লাব। প্রাথমিকভাবে এই চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত হলেও পরবর্তীতে তা নবায়নের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন রোমানো।

আরও পড়ুন: এনজো ফার্নান্দেজকে পেতে রেকর্ড গড়তে হবে চেলসির!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply