অভিবাসী পাঠানোর আগে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ঢাকার পরিবর্তন আনা উচিত: জাতিসংঘের বিশেষ দূত

|

অভিবাসী পাঠানোর আগে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের পরিবর্তন আনা উচিত। যেনো যোগ্যতর মানুষ অভিবাসী হতে পারে। জাতিসংঘের বিশেষ দূত ফেলিপো গঞ্জালেজ মোরালেস এ কথা বলেছেন।

১০ দিনের সফর শেষে বাংলাদেশ ছাড়ার আগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অত্যাচার ও মৃত্যুর ইস্যু খতিয়ে দেখতে জাতিসংঘের কোনো বিধান নেই। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক জোটের ওপর বাংলাদেশকে নির্ভর করতে হবে। প্রতিটি মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে হবে। তদন্ত শেষ করে সুবিচার নিশ্চিত করা দরকার।

একইসাথে অভিবাসী গ্রহণকারী দেশগুলোকেও নিয়োগ দেয়া কর্মীদের প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ফেলিপো গঞ্জালেজ মোরালেস। এ সময় তিনি ন্যায্যতার সাথে নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ জোর দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply