ফিলিস্তিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী; উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান

|

মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতকালে অ্যান্টনি ব্লিংকেন।

চুক্তি লঙ্ঘন করে একের পর অভিযান চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল- রামাল্লায় সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে বৈঠকে এমন অভিযোগ করেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময়, নেতানিয়াহু প্রশাসনের দখলদারিত্ব বন্ধে আন্তর্জাতিক মহলকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। তার দেশ আলোচনায় প্রস্তুত বলেও জানান মাহমুদ আব্বাস। খবর বিবিসির।

জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর মঙ্গলবার (৩১ জানুয়ারি) রামাল্লা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। চলমান সহিংসতা বন্ধে, আবারও ইসরায়েল -ফিলিস্তিন উভয়পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান তিনি।

কয়েক দশকের সংঘাত বন্ধের আহবান জানিয়ে ব্লিনকেন বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা। ফিলিস্তিনকে নতুন করে ৫ কোটি ডলার সহায়তার ঘোষণাও দেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, শুধু সহিংসতা কমানোই নয়। ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকরা যাতে একই অধিকার, একই সুযোগ-সুবিধা পায় আমরা সে প্রচেষ্টা চালিয়ে যাবো। এ অঞ্চলের সহিংসতা কমানোই আমাদের লক্ষ্য। উভয় পক্ষের কোনো পদক্ষেপ যদি সেই লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়ায় তবে অবশ্যই তার বিরোধিতা আমরা করবো।

এদিকে, রামাল্লায় ব্লিনকেনের সফরের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা।

প্রসঙ্গত, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের নতুন সরকার ক্ষমতা দখলের পর পশ্চীম তীরে বেড়েছে ইসরায়েলের আগ্রাসন। গেলো জানুয়ারিতে, ইসরায়েলি সেনাদের অভিযানে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply