রূপপুর পারমাণবিক কেন্দ্রের অগ্রগতি সংক্রান্ত এক প্রশ্নে সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান। মন্ত্রণালয়ের অন্য বিষয়ক একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি নিয়ে প্রশ্ন করায় হঠাৎ ক্ষেপে যান মন্ত্রী। এ সময় সাংবাদিকদের ভর্ৎসনা করে অনুষ্ঠানকক্ষ থেকে বের হয়ে যেতেও বলেন তিনি।
বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ ঘটনা ঘটে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে জানতে চাইলে ক্ষেপে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, আমি বুঝি না তোমরা প্রফেশনাল কী না। তোমাদের কোনো প্রফেশনাল ইয়ে আছে? ঘোড়ার ডিম আছে তোমাদের। তোমাদের সাথে কথা বলে লাভ নেই। তোমাদের বসদের সঙ্গে কথা বলবো।
তিনি আরও বলেন, তোমরা সাবজেক্টের ওপর ধরোনা কেনো? রূপপুরে কেনো? তারপর ধমক দিয়ে বলেন, না শুনলে চলে যান।
এ অবস্থায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা ‘ স্মার্ট বাংলাদেশ’ নিয়ে আয়োজিত কর্মশালার নিউজ কাভার না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
/এসএইচ
Leave a reply