চলতি বছরের ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বললেন, ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন সব ধরনের চেষ্টা করবে।
৬টি আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপনির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, উপনির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খল হয়েছে। কোথাও কোথাও ছোট কিছু অনিয়ম হলেও ব্যাপক আকারে কিছু হয়নি। ভোটের জন্য স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। তবে এবারের ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে কমিশন।
এই ভোটগ্রহণে সিসি ক্যামেরা ব্যবহার না করা হলেও গণমাধ্যমের মাধ্যমে এবং নিজস্ব ব্যবস্থাপনায় ইসি নির্বাচন পর্যবেক্ষণ করেছে বলে জানান সিইসি। বলেন, নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ।
/এমএন
Leave a reply