আদালত চত্বরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার নেতারা। তারা হামলার ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা ছাত্রলীগ। সেখানে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত ওরফে তুষার দাবি করেন, স্থানীয় বিএনপির সাথে জামায়াতের দ্বন্দ্বের জেরে ওই দিন হামলার ঘটনা ঘটেছে। জেলা ছাত্রলীগের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠলেও তার দাবি, দোষী বের হয়ে এলে বোঝা যাবে আসলে এর সঙ্গে কারা জড়িত।
ইয়াসির আরাফাত বলেন, আমরা প্রশাসনকে বলেছি, আপনারা খুঁজে বের করেন কে দোষী। আমরা তো এই ন্যাক্কারজনক ঘটনা চাই না। আমরা চাই সুষ্ঠু বিচার হোক।
মুখে গামছা বেঁধে হামলাকারীরা কেউ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নয় বলে দাবি কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সভাপতির।
উল্লেখ্য, গত ২২ জুলাই কুষ্টিয়া জেলা আদালতে মামলার হাজিরা দিতে গেয়ে হামলার শিকার হন মাহমুদুর রহমান। তাকে বহনকারী গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply