Site icon Jamuna Television

পাকিস্তানে মসজিদে বোমা হামলার পরেরদিনই থানায় বন্দুক হামলা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বোমা হামলার পরের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) পাঞ্জাবের মিয়াঁওয়ালিতে একটি থানায় বন্দুক হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠীরা। ধারণা করা হচ্ছে, তারা তেহরিক-আই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য তারা। খবর ডন’র।

বুধবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাঞ্জাব ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. উসমান আনোয়ার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সশস্ত্র হামলাকারীরা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী টিটিপির সদস্য। তারা একটি থানায় হামলা চালায়। হামলার সাথে সাথে দেরা ঘাজি খান ও সারগোধা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে মিয়াঁওয়ালি পুলিশের সাথে মিলে জঙ্গিদের আক্রমণ প্রতিহত করেন তারা।

জানা যায়, রাত ৯টার দিকে এই হামলা শুরু হয়। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে মকরওয়াল থানায় ভারী গুলি বর্ষণ করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় পুলিশও।

/এনএএস

Exit mobile version