Site icon Jamuna Television

দুর্নীতির সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিশ্ব দুর্নীতি সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। জানান, অনেকের ধারণা, ভোটের বছর বিশ্ব বেনিয়াদের প্রেসক্রিপশনে বাংলাদেশকে টিআইবির দুর্নীতি সূচকে একধাপ নামানো হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, নির্বাচনের আগে তো আর কোনো প্রতিবেদন হবে না। আগামী বছর টিআইবি যখন প্রতিবেদন প্রকাশ করবে, তখন নির্বাচন হয়ে যাবে।

ইদানীং টিআইবির কার্যক্রম অনেক প্রশ্নের জন্ম দিয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নিয়ে যখন মিথ্যা অভিযোগ উপস্থাপন করা হলো, তখন সংস্থাটি আগ বাড়িয়ে সংবাদ সম্মেলন করেছে দুর্নীতি হয়েছে বলে। পরে দেখা গেলো, দুর্নীতি তো হয়নি। বরং কানাডার আদালতে বিশ্বব্যাংক হেরে গেছে।

/এমএন

Exit mobile version