আমির খানের সাথে সাথে বিয়ের গুজবে খুব বিরক্ত লাগতো বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। খবর হিন্দুস্থান টাইমস’র।
আমির খানের সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্ট নিয়ে বেশকিছুদিন ধরে গুঞ্জন ওঠে অভিনেত্রী ফাতিমা সানার সাথে বিয়ে হয়েছে তার।
এসব বিষয় নিয়ে নানারকম গুঞ্জন উঠলেও মুখ খোলেননি আমির কিংবা ফাতিমা সানা শেখ। বলিউড হাঙ্গামার সাথে আলাপকালে এ বিষয়ে মন্তব্য করেছেন ফাতিমা সানা শেখ। তিনি বলেন, এ ধরনের খবর ভীষণ অদ্ভুত! আমার মা টিভি দেখে বলেন, দেখ তোমার ছবি দেখাচ্ছে। তখন আমি বলি, হেডলাইন পড়ে দেখো কী লেখা আছে।
তিনি আরও বলেন, এসব গুজব শুনে প্রথমে খুব বিরক্ত লাগত। নিজেকে বোঝাতাম এসব কী হচ্ছে? কেন হচ্ছে? কিন্তু আমি এখন নিজেকে কিছু বোঝাই না। কারণ আমি এটা বুঝতে পেরেছি, যাই করুন না কেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই।
এসব পরিস্থিতি এখন সামলে চলতে শিখেছেন উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, কেউ যদি কোনো বিষয়ে আপনাকে দোষারোপ করে তাহলে তাৎক্ষণিকভাবে তাকে গিয়ে বলা উচিত আপনি কি ভাবেন বিষয়টা এমন? আপনি যদি এগ্রেসিভ হন তাহলে সোজাসুজি গিয়ে আক্রমণ করবেন, আর যদি বিনয়ী হন তাহলে সেটা নিয়ে আলোচনা করবেন।
/এনএএস
Leave a reply